FB LIke Bottom

Tuesday, July 5, 2016

আগামীকাল ৬জুলাই বুধবার থেকে। উল্টো রথ যাত্রা হবে ১৪ জুলাই বৃহস্প্রতিবার। রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আগামীকাল ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা ।

রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ে ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও মাস ব্যাপি মেলা শুরু হবে আগামীকাল ৬জুলাই বুধবার থেকে। উল্টো রথ যাত্রা হবে ১৪ জুলাই বৃহস্প্রতিবার। রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আগামীকাল ৬ জুলাই সন্ধ্যার দিকে অস্থায়ী মঞ্চে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে প্রতিকি রশি টানের মাধ্যমে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার উদ্বোধন করবেন। এরপর আগত লাখো ভক্ত নর-নারী রশি টেনে বাবার বাড়ি থেকে রথের মধ্যে আহড়ন করে যশোমাধবকে নিয়ে যাবে পৌর এলাকার গোপনগরের শশুরালয়ে সেখানে ৯দিন অবস্থানের পর পুনরায় বাবার বাড়িতে আনা হবে উল্টো রথযাত্রার মাধ্যমে।

এদিকে রথযাত্রা ও মাসব্যাপি মেলা উপলক্ষে প্রশাসনের পাশাপাশি ধামরাইয়ের হিন্দু সম্প্রদায় পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহন করা করা হয়েছে।

রথযাত্রা ও মেলার আইনশৃংখলার বিষয় নিয়ে গতকাল সোমবার ধামরাই থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলার এডিশনাল এসপি কাজী আশরাফুল আজীম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) চৌধুরী তারিকুল আলম, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ।

এ সময় ঢাকা জেলার এডিশনাল এসপি কাজী আশরাফুল আজীম বলেন, ধর্মীয় শিষ্টাচার অক্ষুন্ন রেখে নিরাপত্তার বলয় জোরদার করা হবে। রথমেলার প্রতিটি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। অপর দিকে র‌্যাব, পুলিশ ও সাদা পোষাকধারী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য পর্যাপ্ত থকবে। নিরাপত্তার সার্থে ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়া অন্য কোন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে না যেমন সার্কাস, পুতুল নাচ। ধামরাই থানার অফিসার ইনচার্জ বলেন , হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব যাতে নির্বিগ্নে হয় তার জন্য এখন থেকেই আমরা রথমেলা এলাকায় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছি।

No comments:

Post a Comment