প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঈদ জামাতে মানুষ হত্যাকারীরা ইসলামের শত্রু। তাদের প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন ✔✔✔
-------------------//---------------------
গণভবনে বৃহস্পতিবার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। আন্তর্জাতিক সম্প্রদায় জঙ্গিদের প্রশ্রয় দিলে সে দায় তাদেরই নিতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেন প্রধানমন্ত্রী।
গণভবনে পরিবারের সদস্যদের নিয়ে শুভেচ্ছা বিনিময়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে তাকে ঈদের শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
এরপর সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পেশাজীবী, ব্যবসায়ী, শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকরা প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিচারপতি ও বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করে জঙ্গিদের প্রতিহত আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঈদ জামাতের কাছে পুলিশের ওপর হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ঈদের দিনে যারা মানুষ খুন করে তারা ইসলামের শত্রু।
প্রধানমন্ত্রী বলেন দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে হেয় করার অপচেষ্টা চলছে।
আধুনিক শিক্ষায় শিক্ষিতদের অযৌক্তিকভাবে উগ্রপন্থা অবলম্বন করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
FB LIke Bottom
Saturday, July 9, 2016
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ঈদ জামাতে মানুষ হত্যাকারীরা ইসলামের শত্রু। তাদের প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment