FB LIke Bottom

Tuesday, July 5, 2016

বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের পরম শ্রদ্ধেয় নেতাকর্মি ও দলের প্রাণশক্তি শ্রদ্ধাভাজন সমর্থক ভাই ও বোনেরা, আসসালামুআলাইকুম।

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর এর প্রাণঢালা শুভেচ্ছা, ঈদ--মোবারক।।
পবিত্র ঈদের অনাবিল সুখ-শান্তি-দুঃখ ও আনন্দ ভাগাভগি-করে ঈদ উদযাপনেই প্রকৃত পরিতৃপ্তি।----সজীব ওয়াজেদ জয়।।
বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের পরম শ্রদ্ধেয় নেতাকর্মি ও দলের প্রাণশক্তি শ্রদ্ধাভাজন সমর্থক ভাই ও বোনেরা, আসসালামুআলাইকুম। দলীয় পদ-পদবীতে থাকা প্রতিটি নেতাকর্মির দায়িত্ব অনুযায়ী, নিজের এলাকায় গণমানুষের সঙ্গে, ঈদ আনন্দ ভাগাভাগি ও দায়িত্ব পালনে সচেষ্ঠ হবার বিনীত আহবান জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা।।
মনে রাখবেন, গণমানুষের কল্যানকামী এদলের তৃণমূলের সর্বস্তরের শ্রদ্ধেয় নেতাকর্মি সমর্থকের ত্যাগের মহিমায় এদলটিই জাতি গঠনের একমাত্র ধারক-বাহক। এদলটির হাত ধরে বাংলাদেশ নামক দেশটি আবার যখন বিশ্বের বুকে পত-পত-করে উড়ে বেড়াচ্ছে, মাংসলোভী শকুনেরা তখন উন্নত জাতির বাঁধা হয়ে, ঠুকরে-ঠুকরে রক্তাত করে বেড়াচ্ছে।।
তাই দেশ-বিরোধী সকল ষড়যন্ত্রকারী রক্তপিপাসু, নরঘাতক, আত্মঘাতীর বিচার আজ সময়ের অনিবার্য দাবী। দুঃখভারা ক্লান্তমন-নিয়ে আজ এসেছি আপনাদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। কিন্তু দুঃখের বিষয় সে ভাষাটিও আজ হারিয়ে বসেছি পবিত্র শহীদি রক্তে আত্মঘাতী কাপুরুষোচিত্তে বিলিন হবার ভয়ে।।
এমতাবস্থায় সর্বস্তরের বীর-বাঙালির জাগ্রত হওয়ার কোন বিকল্প নেই। আর মায়ের অধিকার সুরক্ষায় পেয়েছি পরম দয়ালু মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতের হেফাজত, শুকরিয়া আলহামদুল্লিলাহ। তাই---আসুন পবিত্র ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী ইসলাম ধর্মের পবিত্রতা সুরক্ষায় মহানবী (সঃ) এর জীবন আদর্শে নিজের জীবন গঠনকরে সন্তানের জীবন আলোকিত করি।।
বিশ্ব-মানবতার কল্যানকামী বিশ্বনেত্রী, কৃষকপ্রেমী এই গণমানুষের সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী, দেশরত্ন, শেখ হাসিনা তথা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পক্ষথেকে, সর্বস্তরের শ্রদ্ধেয় বীর-বাঙালিকে যানাচ্ছি, পবিত্র ঈদুল ফিতরের ভক্তি-শ্রদ্ধা ও ঈদের শুভেচ্ছা, ঈদ-মোবারক।।

No comments:

Post a Comment