FB LIke Bottom

Sunday, July 10, 2016

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকাল ৫টার কিছু পর প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসেন। প্রধানমন্ত্রী প্রায় দেড় ঘণ্টা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন।
সাক্ষাতকালে আবদুল হামিদ এবং শেখ হাসিনা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
এসময় প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তার বুলগেরিয়া, জাপান এবং সৌদি আরব সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন।
এছাড়া রাষ্ট্রপতির ভুটান সফর নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে বৈঠকে।
প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছুলে রাষ্ট্রপতি তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানমও এসময় উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment