FB LIke Bottom

Saturday, April 30, 2016

মহাকালের স্রোতে বিশ্বব্যাপী কতশত আয়োজন, সেই আয়োজনের পান্থশালায় রোদ আর আলোর অপূর্ব নৃত্য

মহাকালের স্রোতে বিশ্বব্যাপী কতশত আয়োজন, সেই আয়োজনের পান্থশালায় রোদ আর আলোর অপূর্ব নৃত্য । জারুল পুস্পের সাথে অজানা বুনোফুল, পাখির সুর, তাপদহের ভেতর মৃদুমন্দ বাতাসের পবিত্র গতি, তা যেন সর্ব্বব্যাপী আনন্দধারায় হৃদয়-উন্মীলন করে। জাগতিক রাগ-অনুরাগ, মান-অভিমান আলোকিত আনন্দধারা কত সহজে মলিন হয়ে 'অপরিমেয় জ্যোতি:সম্পদ' অগোচরে বিলুপ্ত হয় । সৌন্দর্য শান্তির অনুধ্যানে আলোই আনন্দ, সেই আলো মানব ও প্রকৃতির মহাকালের মিলন বন্ধন। প্রতিক্ষণে যে প্রেম, যে ভালোবাসা হৃদয়ে জন্ম নেয়, প্রতিমুহূর্তে তার সাথে পূর্বের সংযোগ ঘটে। পূর্ণিমার চন্দ্রালোকের মতো অন্তরের উপলব্ধি কতকাল পরে দিগদিগন্ত পূর্ণ করে এলে, সেই পূর্ণ রূপ আনন্দরূপমমৃতং । মানব জীবনের অন্তর উপলব্ধি প্রেমে, সৃজনশীলে,জ্ঞানে, কর্মে; আমার ভাব লীলায় অভিব্যক্তির যে সুর, তা যে পবিত্র চিত্তের নির্মল প্রকাশ। অন্তরাত্মায় বিকশিত, আন্দোলিত যে প্রেম, তা কী জাগতিক উৎসব-প্রাঙ্গনে প্রবৃত্তির ধুলায় ধ্বংস হয়ে যায়?
অসীম বৈচিত্র্যের জগতে সর্ব্বমুহূর্তে পরম প্রেমই চিরারাধ্যতম, ইন্দ্রিয় শক্তির প্রাচুর্য আনন্দে, প্রেমে । রাগ-বিরাগে, অহেতুক অবহেলায় মনের সম্পদকে বিসর্জন দিও না; কারণ প্রেমের সত্যই সর্বত্র জ্যোতি, সেই অমৃত, তাহাই চিরন্তন, তাহাই মহাকালের সুর ...সেই অমৃতসুরে অন্তরদেবতা বিকশিত প্রকাশিত হোক। বিনম্র চিত্তে বলি, অভিমানী সৌন্দর্য, ফিরে এসো..প্রাচুর্যে, ঐশ্বর্যে, অমৃতরূপে।

No comments:

Post a Comment