FB LIke Bottom

Sunday, April 17, 2016

মডেল বানানোর প্রলোভনে উঠতি বয়সী নারীদের নিয়ে প্রতারণার ফাঁদ পেতে বিলাসিতা করে আসছে মোশারফ।

মোশারফ নারী জগতে আতংকের নাম

মডেল বানানোর প্রলোভনে উঠতি বয়সী নারীদের নিয়ে প্রতারণার ফাঁদ পেতে বিলাসিতা করে আসছে মোশারফ। আশুলিয়ার নারী আসমা স্বপ্ন দেখেছিলেন মডেল হওয়ার আর তার সেই স্বপ্ন মোশারফের বিকৃত রুচির বিলাসিতার ফাঁেদ অঙ্কুরে বিনষ্ট হয়। আসমার মতো সুফিয়ার অবস্থা আরো করুণ। আর শিল্পীর অবস্থা সকলের জানা। নারী কেলেংকারী ছাড়াও ক্ষমতার বলে কয়েক বছর ধরে যুবলীগ নেতা মোশারফ খান এর নেতৃত্বে একটি চক্র রাতের আধারে আশুলিয়ার দোসাইদ ও সাভারের আশপাশের এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ থেকে অবৈধভাবে বাড়ি বাড়ি গ্যাসের সংযোগ দিয়ে আসছে। প্রতিটি বাড়ির মালিকদের কাছ থেকে সংযোগ প্রতি ৬০-৭০ হাজার টাকা নিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় তারা। সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাতের আধারে তিতাস গ্যাস লাইনের সঞ্চালন পাইপ থেকে অবৈধভাবে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে এক যুবলীগ নেতা মোশারফ সহ ২০২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। সাভারের বর্তমান সাংসদের লাইসেন্স নিয়ে মোশারফ নানা অপতৎপরতা শুরু করেন। মোশারফ নানা অপরাধমূলক কাজে জড়িত। বুধবার(১৩এপ্রিল) দুপুরে তিতাস গ্যাস ট্রন্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানীর সাভার আঞ্চলিক শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। তাতে থেকেও ক্ষমতার জোরে রেহাই পায়। এদিকে মামলার বাদী তিতাস গ্যাস ট্রন্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানীর সাভার আঞ্চলিক শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ জানান, স্থানীয় যুবলীগ নেতা মোশারফ হোসেন ক্ষমতার জোরে রাতের আঁধারে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন। এর বিনিময়ে তিনি এসব অবৈধ গ্যাস সংযোগের গ্রহীতাদের নিকট থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। নানা সময়ে স্থানীয় সাংসদ এনামুর রহমানের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন লোকজনকে ভয়ভীতি দেখানোরও অভিযোগ রয়েছে। অসংখ্য অবৈধ গ্যাস সংযোগের প্রদান করে রাতা-রাতি টাকার পাহাড় গড়েছেন কথিত নেতা মোশারফ।

No comments:

Post a Comment