বেতন পরিশোধ করতে না পারায় স্কুল ছাত্রীর আত্মহত্যা !!
জাহিন, সাভারঃ সাভারে স্কুলের বেতন পরিশোধ করতে না পারায় আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। আত্মাহুতি দেওয়া ওই শিক্ষার্থীর নাম সোনালী আক্তার সনিয়া (১৫)।
শনিবার দুপুরে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সাভারের বনপুকুর এলাকার চাইল্ড হেভেন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সনিয়া।
সে ঠাকুরগাঁও জেলার সদর থানার হরিপুরে দুতরাবাড়ি এলাকার আকর আলীর মেয়ে। তার মা সাভারের একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।
এ ঘটনার পর থেকেই তালাবদ্ধ পাওয়া যায় চাইল্ড হেভেন স্কুল । পলাতক রয়েছেন স্কুলের প্রিন্সিপ্যাল কাবুল মিয়া।
FB LIke Bottom
Sunday, April 17, 2016
বেতন পরিশোধ করতে না পারায় স্কুল ছাত্রীর আত্মহত্যা !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment