FB LIke Bottom

Thursday, May 5, 2016

আমি এক রাত জাগা পাখি সবাই ঘুমিয়ে গেলে একলা জেগে থাকি

আমি এক রাত জাগা পাখি
সবাই ঘুমিয়ে গেলে একলা জেগে থাকি,
বসে বসে আকাশের তারা
গুনি নদীর কলোকলো শব্দ শুনি।
আমি এক রাত জাগা পাখি
গভীর রাতে একলা জেগে থাকি,
বকুল তলায় নিরবে বসে থাকি
মনের তুলিতে অনেক ছবি আঁকি।
আমি এক রাত জাগা পাখি
রাত জেগে চাঁদ মামাকে ডাকি,
চাঁদ মামা ডাক শুনে কাছে আসে
কাছে এসে নিরবে যায় ভালবেসে।
আমি এক রাত জাগা পাখি
নিঝুম রাতে একলা পথ চলি,
একা একা অনেক কথা বলি
এভাবেই সময় যায় চলি।
আমি এক রাত জাগা পাখি
অনেকেই আমাকে দিয়ে যায় ফাঁকি,
মনের কষ্ট মনে চেপে রাখি
এভাবে যাবে চলে সময় যতটুকু আছে বাকি।

No comments:

Post a Comment