FB LIke Bottom

Saturday, April 9, 2016

আমি প্রথম থেকেই রাজপুরুষ জয়ের মাল্যে ফিরে আসি বসন্তে..

আমি প্রথম থেকেই রাজপুরুষ
জয়ের মাল্যে ফিরে আসি বসন্তে..
নীলিমা, বাসন্তী রঙের ভেতর সন্ধ্যেবেলায়
এ কোন আরতি পূজা ?
আমার ভেতর নির্বাণ রূপে এলে!
আমি রূপের পূজারী, প্রেমের শক্তি সুধায়
পান করি রোদ আর ছায়ার মিলন রস,
আহা কী অপরূপ ! পরেছো নূপুর ..এ কোন রূপে
মিলনের বণর্িল রূপময় আয়োজনে।
এ রূপ ছিল কালচক্রের । ধূমুল সংগীতে..
কখনো সরোদে, আমি অশান্ত যুবক ।
তুমি বলতে আমি বংশীবাদক ! বাঁধ ভেঙে দাও
আমি ভাঙ্গি, তোমার আলতা রঙ
নীলিমার সব রঙ ছিল তোমার ভেতর
ক্ষণে বদলাও, আমিও বদলে যাই
কী রূপের খেলা ছিল তোমার, তুমি চমকে দিলে !
জানালে, এ যুগ তোমার, তুমিই নবীনের কালধ্বনি।
কতকাল পরে তোমার তটে দাড়িয়ে, অজান্তে ভেসে আসে
আহা, কী মধুর শক্ত উলুধ্বনি, আসতেই হবে...
এসেছি, মধ্য প্রহরে তোমার ভাঙা তটে
উদভ্রান্ত, দিকহারা নাবিক ।
ভীষণ জলপ্রাবণে মেতেছিলে বসন্ত সন্ধ্যায়
আমিও । অসহ্য এক ঘোর, মাতিয়ে দিল ।
ভ্রমে, বুনোফুল আরেক খোঁপায়, কেশে এঁটে দেই
তুমি কিছুই বলোনি, শুনেছি কেঁদেছিলে বেশ
ওগো অভিমানী, আর কিছু বলোনি কোনদিন।
সেই তো ঘর বাঁধলে, কতকাল পেরিয়ে যায়
কত বসন্ত লুকায়, এলে উত্তর প্রজন্মরে নিয়ে !
আমি বুঝতে পারিনি এ কোন ঘ্রাণ, এ কোন নিঃশ্বাস
মঞ্চ থেকে ছুটে যাই, হে মলিন বসন্ত আমার ।
আমার আঁখির দিকে তাকাতেই কী করে বুঝলে, আমি একা!
সব বাঁধা ভেঙ্গে , কী এক ঢেউ দিলে বুকে, সমুদ্রের জলে
কী ভুলটাই না বুঝেছিলে, সেদিন!
মনে পড়ে, সন্ধ্যেবেলায় বলতে, সব বুনোফুল
প্রেমরূপে নিবেদনে- তোমার জন্যে ফোটে ।
আমি মালী হয়ে প্রতি ভোরে তোমারে অর্ঘ্য দেই,
কী মায়া, কী অপরূপা, আমার স্বপ্ননন্দিনী,
তুমি চলে গেলে ..বুঝতেই পারিনি
সন্ধ্যার সেই চুম্বনটি এখনো আমার অধরে
তোমার চিহ্ন রূপে, যতনে রাখি, আদরে মাখি
পঞ্চসমুদ্রের ওপার থেকে, ঐ ঘ্রাণ, ঐ আঁখি, ঐ অধর
সেই থেকে বসন্ত জ্বলন্ত রূপে জ্বালায় ।
আমি পালিয়ে বেড়াই, বসন্ত আর বুনোফুল থেকে...
তুমি পরদেশে, নিমগ্ন দার্শনিক -
কে বলেছিলো, ওভাবে ঐ বইটাতে, আমার কথা লিখতে
কেন প্রেম দিলে , কেন এমন করে যোগী তুমি!
কতকাল যায়.. কত বসন্ত হারায়
কোনদিন এমন করে আসবে না, কোনকালে
বুনোফুল হয়ে নতুন বসন্তরূপে ।
এই তো সেদিনের কথা বলছি...
সন্ধ্যেবেলায়! ঘোর তান্ত্রিকতার শিল্পরসে
এ কোন লাবণ্যময়ী ! ঐ হাসি, ঐ অধর , ঐ আঁখি
কোন স্বপ্নরূপে, শুধাই -খুব সুন্দর ! তুমি হাসলে
কী যেন মৃদুস্বরে বললে আর এমন করে তাকালে
পঞ্চশৈলীর রূপে ।
কোন কথা শুনিনি সেই মধ্যপ্রহরে
সোমরসের প্লাবণে, সব বাঁধা উচ্ছেদ করে
ভালোবসি তোমাকে, স্বপ্ন এঁটে দেই ঠোঁটে
তুমিও দিলে, বুনোফুলের বাসর করি
অবুঝ সন্ধ্যেবেলায় ।
অশান্ত প্রাণে এ কোন জোয়ার বয়ে যায়
কত রাগে, কত অনুরাগে, কত রূপরসে
কত কষ্টের জলে...
সেই বুনোফুল কতকাল পরে
ঊষার রঙে ঐ কেশে, ঐ খোঁপায় আঁকে প্রেম
আরতির অর্ঘ্যরূপে প্রভাতে..
নতুন শিল্পীরূপে, নতুন স্বপ্নরূপে, বহে
উজানের ঢেউ । কতবার ভাঙে কতবার গড়ে
রুদ্রপ্রতাপে , তুমি বৈচিত্রের প্রেমে
এমন করে ঠিক আমার আঁখিতে
আমার হয়ে ,নতুন বসন্তের দ্বারে।

No comments:

Post a Comment