FB LIke Bottom

Thursday, April 14, 2016

এসেছো তুমি বৈশাখ-- অপেক্ষায় ছিলাম তোমার,

এসেছো তুমি বৈশাখ--
অপেক্ষায় ছিলাম তোমার,
যাবেই তুমি বেশিদিন থাকবেনা।
তুমি এমন কেনো করো-
সময়য়ে ঘাড়ে চড়ে টগবগিয়ে আসো-
স্বপ্ন রঙিন দেখি আবার-
অচিরেই ভাবনার স্বপ্ন তুমি ভাঙ্গো।
তোমার ক্ষণস্হায়ী এই আসার মাঝে-
সমস্ত বাঙালীর সপ্ন দেখে,
নিয়ে যাবে সারা বছরের ধুলো বালির স্তূপ-
মনের কোনে জমা সমস্ত কালিমা।
জ্বালাময় চৈত্রে পোড়া দাহো বুকে-
তুমি এসেছো শেষের দিকে চোখ লাল করে,
চৈত্রের বুকে কম্পন ভয়ে তোমার,
পালিয়ে বাঁচে চুকিয়ে সব দেনা-পাওনা।
বাঙালী তোমায় লালন করে বুকে বাসনা-
সাজবে রঙে ঢংয়ে কতো আয়োজনে-
কতো সুপ্ত বাসনা।
রমণীর বাঙালী সাজ,
কিশোর ও নতুন উদ্যমি আজ,
মাঠে ঘাটে মন মাতানো বৈশাখী মেলাবসে।
নারীও সাজে ফুলের
আর কাঁচের চুঁড়ি বাহারী-
তুমি যাও চলে সেই নিয়ে ভাবনা।
আসে জৈষ্ঠ-
হৃদয়ের মাঝে বাজে বিদায়ের বাজনা-
তুমি চলে গেছো রেখে গেছো স্বপ্ননিয়ে
বেঁচে থাকার প্রেরণা।
তুমি এসো,এসো হে বৈশাখ,
আবার এসো তাড়াতাড়ি-
নিয়ে কোনো নতুনের সন্ধান,
নিয়ে প্রেরণার।

No comments:

Post a Comment