FB LIke Bottom

Monday, April 4, 2016

ধর্ষণের অভিযোগে ধামরাই থানা ছাত্রলীগের আহবায়ক লায়ন পারভেজ গ্রেফতার

ধর্ষণের অভিযোগে
ধামরাই থানা ছাত্রলীগের আহবায়ক লায়ন পারভেজ গ্রেফতার
মোকলেছুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
অপহরণের পর আটকে রেখে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক লায়ন পারভেজকে গ্রেফতার করেছে সাভার থানার পুলিশ। রোববার সন্ধ্যায় সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ওই পোশাক শ্রমিকের বরাত দিয়ে সাভার থানার পুলিশ জানায়, কয়েক মাস আগে সাভার পৌরসভার ভাগলপুরের রাব্বি নামের এক যুবকের সঙ্গে ওই পোশাক কর্মীর পরিচয় হয়। আট মাস আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর ওই পোশাক কর্মী জানতে পারেন, রাব্বির স্ত্রী আছে। তখন তিনি রাব্বিকে তালাক দেন। এরপর থেকেই রাব্বি তাঁকে নানা ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।
ওই পোশাক কর্মী সাংবাদিকদের বলেন, গত ২২ ফেব্রুয়ারি কেনাকাটার জন্য সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি বিপণি বিতানের সামনে যান। সেখান থেকে পারভেজসহ অন্যদের সহযোগিতায় রাব্বি তাঁকে অপহরণ করেন। এরপর তাঁরা তাঁকে পারভেজের ব্যাংক কলোনির বাসায় নিয়ে যান। সেখানে আটকে রেখে রাব্বি ও পারভেজ তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁকে শারীরিক নির্যাতনের পর মাথার চুলও কেটে দেওয়া হয়। পরের দিন ওই বাসা থেকে কৌশলে তিনি পালিয়ে গাজীপুর চলে যান। এরপর তিনি কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। কিছুটা সুস্থ হয়ে পরিবারের সম্মতি নিয়ে রোববার তিনি রাব্বি ও পারভেজসহ পাঁচজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পর ওই পোশাক কমী পুলিশকে পারভেজের বাসা শনাক্ত করে দেন। এরপর পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে পারভেজকে গ্রেফতার করে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

No comments:

Post a Comment