বাঙালি ও মহান মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা....
কামরুল ইসলাম
নৌকা' প্রতীকের সাথে আমাদের পূর্ব ইতিহাস, ঐতিহ্য, শৌর্য-বীর্য, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবংসর্বোপরি বাঙালি সমাজ গঠনের ক্ষেত্রে এক যুগান্তকারী সম্পর্ক বিদ্যমান | অসাম্প্রদায়িক মুক্তবুদ্ধির ও সাম্যের সমাজ গঠনের জন্য গণতান্ত্রিক বিধি রীতির চলমান প্রক্রিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনের রাজনৈতিক কর্মপ্রক্রিয়ার সাথে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন | যার ফলে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, নৌকা প্রতীক একই সমান্তরালে কালে কালে বাহিত হচ্ছে , বাংলার জনগণ এই রূপকল্পে তার স্বাধীন সত্তার ক্রমান্বয়ে বিকাশ ঘটাতে সমর্থ হয়েছে |
কালের আবর্তে জাতির জনক কন্যা, অকুতোভয় রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী, Daughter of Peace & Democracy, উন্নয়নের প্রতীক জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে দেশ বিদেশে প্রশংসিত এবং বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে সমাদৃত | বাঙালি সত্তার মহিমান্বিত বিকশিত রূপকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম যে স্বপ্ন দেখেছিলেন, সমাজ সংস্কারক রামমোহন রায়, বিদ্যাসাগর যে মুক্তচিন্তার সমাজের কথা ভেবেছিলেন; মীর মশাররফ হোসেন, বেগম রোকেয়া, আবুল হুসেন ,আব্দুল ওদুদ, বেগম সুফিয়া কামাল, শামসুর রাহমান যে বাঙালি ভাবনার কথা তুলে ধরেছেন.. তারই পথ পরিক্রমার অভূতপূর্ব সমন্বয়ক শেখ হাসিনা | সক্রেটিস,প্লেটো এরিস্টটলের রাষ্ট্র ভাবনায় যে মানবিক সৎ সমাজের কথা বিধৃত, যা কালে কালে মাকর্স সহ সফল রাষ্ট্রবিদদের ভাবনায় বিকশিত... সেইসব মহান রাষ্ট্রনায়ক আব্রাহাম লিংকন, লেনিন, কামাল আতাতুর্ক, মহাত্মা গান্ধীর মহৎ ভাবনায়.... বঙ্গবন্ধুর মহান আদর্শের ঐক্যের প্রতীক শেখ হাসিনা | যাঁর ভাবনায় সকল ধর্মের মৌল বাণী... জীবে প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর, মহানবীর মদিনা সনদ ' সকল সম্প্রদায় স্বাধীনভাবে ধম্মর্কম্মর্ পালন করিতে পারিবে, কেহ তাহাতে হস্তক্ষেপ করিতে পারিবে না | নরহত্যা হারাম বলিয়া গণ্য হইবে | ' .... ইত্যাদি প্রতিনিয়ত রাষ্ট্র পরিচালনায় অসাম্প্রদায়িক মনোভাবকে বিকশিত করেছে | সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে মানবতার বিরুদ্ধে অপরাধ সৃষ্টকারী যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত আছে, জঙ্গীদের গ্রেফতার, আইনী প্রক্রিয়ায় বিচারিক ব্যবস্থা স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করছে |
দেশ ও জাতির অব্যাহত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, অবকাঠামো বিনির্মাণ এবং অসাম্প্রদায়িক মর্যাদাশীল রাষ্ট্র বিকশিত করতে হলে 'নৌকা' প্রতীকের বিকল্প কিছুই সৃষ্টি হতে পারে নি |
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জামাতের দোসর বিএনপি নেত্রী ও তার চ্যালাচামুন্ডরা উপহাসের সাথে বিদ্রুপ করছে | তাদের রূখতে হবে, বিদ্রুপকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই সাহস না পায় |
চেতনার মহামন্ত্রে বিকশিত করে মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে বিকশিত করতে সুযোগ দিন |
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক
কামরুল ইসলাম
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
বঙ্গবন্ধু সৈনিক লীগ |
২৮/১২/২০১৫
FB LIke Bottom
Monday, December 28, 2015
বাঙালি ও মহান মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment