হাতে হাত রেখে হেঁটে যাবো
আমাদেরই পথ চলায়...........
সুখে যদি কাছে নাই রাখলে
দু:খে চেয়েছিলাম থাকবো সাথে,
কষ্ট গুলো ভাগ করে নিবো
উড়িয়ে দিবো খোলা আকাশে......!
কেন পুড়ে যাচ্ছো অদৃশ্য অনলে
কেন ডুবে যাচ্ছো দুখের নীল নদে,
কেন নিজের সত্ত্বাকে দিচ্ছো জলাঞ্জলী
কেনই বা হারিয়ে যাচ্ছো
দুর অজানায়,
তাকিয়ে দেখো নতুন স্বপ্নেরা
হাতছানি দিয়ে ডাকছে তোমায়,
হাতে হাত রেখে হেঁটে যাবো
আমাদেরই পথ চলায়.....!
কষ্ট গুলো ভাগ করে নিবো
উড়িয়ে দিবো খোলা আকাশে,
দুঃখ গুলো দিয়ে দাও আমাকে
শুধু পাশে রেখো হৃদয়ও মাঝারে,
তোমার চারপাশ ভরে থাকুক
হাসি রাশি রাশি,
সুখের নদী আনন্দের ঝড়না ধারা
এক টুকরো রুপালী চাঁদ জোছনা,
মধুময় ছন্দ গান আর কবিতা......!
যখন আমি হারিয়ে যাবো
তারাদের ভিরে,
তখন আমায় নাইবা মনে রাখলে
সুখে যদি কাছে নাই রাখলে
দু:খে চেয়েছিলাম থাকবো সাথে,
কষ্ট গুলো ভাগ করে নিবো
উড়িয়ে দিবো খোলা আকাশে.....
FB LIke Bottom
Wednesday, December 2, 2015
হাতে হাত রেখে হেঁটে যাবো আমাদেরই পথ চলায়........... সুখে যদি কাছে নাই রাখলে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment