বিজয়ের নীলরঙ
কামরুল ইসলাম
নীল ভোর শুয়ে আছে নদীর ঘাটে, জলতরঙ্গের কালো বাতাস নীরবে ছোঁয় /
আনন্দধারা থমকে যায় প্রজাপতির ঘাসে, তরুবরের নীলরঙ বাদুড়ের মতো ঝুলে /
অনন্ত সবুজ , শত শত ফড়িং-এর ফসিলে - ধূসরে হয়ে শুয়ে থাকে মাঠে মাঠে /
পৃথিবীর পথে পথে অপরাহ্ণ, সাঁঝের নীল আঁচল স্নান করে রক্তজলে - /
ফসিল আর ভস্ম পাতার উপর বেজির পায়ের উলুধ্বনি, লক্মীপেঁচা নীরবে শোনে /
ফোঁটা ফোঁটা জোছনায় ধোঁয়াটে স্বপ্ন , ঝিঁ ঝিঁ পোকার মতো নেভে আর জ্বলে | /
একরাশ প্রেম নিয়ে সবিতা, বুনেছিল নীলস্বপ্ন, অশ্বত্থ বটের গায়ে- যেন প্রেম পুরাতত্ত্ব /
হাজার সবিতার রাঙা রাঙা রঙ, কালচে ধূসরে ক্ষত, বিদীর্ণ দেহ- পড়ে থাকে সন্ধ্যায় /
আদর আদর ঠোঁটখানির কাঁপা কাঁপা স্বর, নিঃসঙ্গ বাতাসে ভাসে- /
হায়েনার ছোবলে নগ্ন হাত খামচে ধরে মাটি, শ্মশানে জ্বলে বাড়ন্ত যৌবন ; /
ওগো প্রিয় তমসার একাত্তর, সবিতার মতো সহস্র সবিতার রূপখানি ঝরে গেছে রক্তে /
ধুন্দুল লতার সমীরে ধূসর সন্ধ্যার প্রদীপ জ্বলে না আর, থেমে গেছে নূপুরের নিক্কনধ্বনি | /
আঁধারে আধারে বাতাসে বাতাসে স্নিগ্ধ আলোয় প্রেমরূপে আজো খুঁজি তারে- প্রিয় সুন্দর, /
কোনোদিন পাবো না তারে, আর কোন উৎসবে, বিমর্ষ রোদ পাহারা দেয় সেই মাঠখানি /
যেথায় আমার সবিতারা দ্রোহে জ্বেলেছিলো সোনালি রোদ, মর্ত্যভূমির টসটসে ভোর - /
প্রিয়ার মেঠেলা রোদ, বিশ্বাসে ভেসে থাকে দিগন্তে, কাতর নয়নে নয়নে সত্য সুন্দরে , /
আঁধার ভেদ করে প্রবল কুয়াশা, প্রিয়কণ্ঠের নিঃসৃত অমর বাণী 'জয় বাংলা '-য়, /
বিজয়ের একমুঠো রোদ তর্জনীর উপর, অসংখ্য সূর্যতাপে জ্বলে কালপুরুষ, মহাকালে | /
FB LIke Bottom
Wednesday, December 16, 2015
নীল ভোর শুয়ে আছে নদীর ঘাটে, জলতরঙ্গের কালো বাতাস নীরবে ছোঁয় / আনন্দধারা থমকে যায় প্রজাপতির ঘাসে, তরুবরের নীলরঙ বাদুড়ের মতো ঝুলে /
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment