বিজয়ের মাসে নানা উপলব্ধির মধ্যে সদা প্রাণান্ত অভিলাষ, বাংলাদেশ কবে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বে নব ভাবনার উন্মেষ ঘটাবে ? মানব সমাজের কাল অধ্যায়ে জটিল ভারতবর্ষ নিয়ে যৌক্তিক বক্তব্য কার্ল মার্কস সে সময়ে করেন, ' ভারতের উৎপাদনী শক্তি পঙ্গু হয়ে আছে তার বিভিন্ন উৎপাদন দ্রব্যের পরিবহন ও বিনিময় ব্যবস্থার একান্ত অভাবে | ' বিনিময় ব্যবস্থা ও বাজার জাত করার কোন পরিবহন সুবিধা ১৫০ বছর পূর্বে তেমন না থাকায়,অপূর্ব প্রাকৃতিক সম্পদের দেশ সমৃদ্ধ হতে পারেনি | ইংরেজরা লুটতরাজ করে ভারতের সম্পদকে, সেই ভারতবর্ষের পূর্ববঙ্গ, আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ | জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দক্ষ নেতৃত্বে সফল মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় | কতক বছর পার না হতেই কালো অন্ধকার অধ্যায় শুরু হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে, নেতৃত্বহীন হয়ে পড়ে দেশ | কুচক্রের জাল বিস্তৃত হতে থাকে, যুদ্ধাপরাধীরা শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসে, বঙ্গবন্ধু হত্যাকারীরা ইনডেমনিটির আওতায় নির্বিঘ্নে বিচার মুক্ত হয়ে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে ভিনদেশে | এ কাজটি সুচারুভাবে করে সামরিক জিয়া সরকার, কালচক্রে এরশাদ, বেগম জিয়া একই পথের অনুসারি | বহুকাল পরে ক্ষমতায় আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বহু চক্রান্ত আছে, তারপরেও নির্ভীক চিত্তে সুশাসনপ্রতিষ্ঠা করার জন্য তাঁর সরকার আমলে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারকার্য সম্পন্ন হয় | যুদ্ধাপরাধীদের বিচার চলছে, কতিপয় শাস্তি পেয়েছে |দেশের সাবর্িক প্রবৃদ্ধি প্রশংসনীয়, জঙ্গী তৎপরতা মোকাবেলায় শেখ হাসিনার কৌশল তাবৎ বিশ্বে মডেল | তথ্য প্রযুক্তির নব সম্ভাবনা, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন বাংলাদেশকে মর্যাদাশীল দেশে পরিণত হবার পথকে ত্বরান্বিত করছে | শিক্ষা ব্যবস্থা ঢেলে যুগোপযুগি করা প্রয়োজন, এক্ষেত্রে কওমী সহ মাদ্রাসা শিক্ষায় যে পশ্চাৎপদতা, সেটাকে আধুনিকায়ন করা | এসবের সাথে প্রয়োজন যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা, জঙ্গী কর্মকান্ডে অর্থ যোগানদাতা ও তাদের প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে এনে সমাজের অভ্যন্তরের ষড়যন্ত্রকারীদের কূটকৌশল ধ্বংস করে দেয়া খুবই জরুরী | প্রয়োজনে শক্তিশালী কমিশন গঠন করে এই প্রক্রিয়ার সফল বাস্তবায়ন করা সম্ভব | বর্তমান সরকারই এই সফলতার পথে নির্মোহ দৃষ্টিতে অগ্রসর হলে বাংলাদেশ আধুনিক রাষ্ট্র হিসেবে বিশ্বের মডেল হতে পারে |
মহান বিজয় দিবসে - এই আকাঙ্খা নিয়ে জাতির জনকের প্রতিকৃতি ও সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা কর্মীদের নিয়ে, তার কিছু ছবি... ১৬/১২/২০১৫
FB LIke Bottom
Thursday, December 17, 2015
বাংলাদেশ কবে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বে নব ভাবনার উন্মেষ ঘটাবে ? মানব সমাজের কাল অধ্যায়ে জটিল ভারতবর্ষ নিয়ে যৌক্তিক বক্তব্য কার্ল মার্কস সে সময়ে করেন,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment