FB LIke Bottom

Thursday, December 17, 2015

বাংলাদেশ কবে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বে নব ভাবনার উন্মেষ ঘটাবে ? মানব সমাজের কাল অধ্যায়ে জটিল ভারতবর্ষ নিয়ে যৌক্তিক বক্তব্য কার্ল মার্কস সে সময়ে করেন,

বিজয়ের মাসে নানা উপলব্ধির মধ্যে সদা প্রাণান্ত অভিলাষ, বাংলাদেশ কবে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বে নব ভাবনার উন্মেষ ঘটাবে ? মানব সমাজের কাল অধ্যায়ে জটিল ভারতবর্ষ নিয়ে যৌক্তিক বক্তব্য কার্ল মার্কস সে সময়ে করেন, ' ভারতের উৎপাদনী শক্তি পঙ্গু হয়ে আছে তার বিভিন্ন উৎপাদন দ্রব্যের পরিবহন ও বিনিময় ব্যবস্থার একান্ত অভাবে | ' বিনিময় ব্যবস্থা ও বাজার জাত করার কোন পরিবহন সুবিধা ১৫০ বছর পূর্বে তেমন না থাকায়,অপূর্ব প্রাকৃতিক সম্পদের দেশ সমৃদ্ধ হতে পারেনি | ইংরেজরা লুটতরাজ করে ভারতের সম্পদকে, সেই ভারতবর্ষের পূর্ববঙ্গ, আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ | জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দক্ষ নেতৃত্বে সফল মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয় | কতক বছর পার না হতেই কালো অন্ধকার অধ্যায় শুরু হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে, নেতৃত্বহীন হয়ে পড়ে দেশ | কুচক্রের জাল বিস্তৃত হতে থাকে, যুদ্ধাপরাধীরা শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসে, বঙ্গবন্ধু হত্যাকারীরা ইনডেমনিটির আওতায় নির্বিঘ্নে বিচার মুক্ত হয়ে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে ভিনদেশে | এ কাজটি সুচারুভাবে করে সামরিক জিয়া সরকার, কালচক্রে এরশাদ, বেগম জিয়া একই পথের অনুসারি | বহুকাল পরে ক্ষমতায় আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বহু চক্রান্ত আছে, তারপরেও নির্ভীক চিত্তে সুশাসনপ্রতিষ্ঠা করার জন্য তাঁর সরকার আমলে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারকার্য সম্পন্ন হয় | যুদ্ধাপরাধীদের বিচার চলছে, কতিপয় শাস্তি পেয়েছে |দেশের সাবর্িক প্রবৃদ্ধি প্রশংসনীয়, জঙ্গী তৎপরতা মোকাবেলায় শেখ হাসিনার কৌশল তাবৎ বিশ্বে মডেল | তথ্য প্রযুক্তির নব সম্ভাবনা, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন বাংলাদেশকে মর্যাদাশীল দেশে পরিণত হবার পথকে ত্বরান্বিত করছে | শিক্ষা ব্যবস্থা ঢেলে যুগোপযুগি করা প্রয়োজন, এক্ষেত্রে কওমী সহ মাদ্রাসা শিক্ষায় যে পশ্চাৎপদতা, সেটাকে আধুনিকায়ন করা | এসবের সাথে প্রয়োজন যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা, জঙ্গী কর্মকান্ডে অর্থ যোগানদাতা ও তাদের প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে এনে সমাজের অভ্যন্তরের ষড়যন্ত্রকারীদের কূটকৌশল ধ্বংস করে দেয়া খুবই জরুরী | প্রয়োজনে শক্তিশালী কমিশন গঠন করে এই প্রক্রিয়ার সফল বাস্তবায়ন করা সম্ভব | বর্তমান সরকারই এই সফলতার পথে নির্মোহ দৃষ্টিতে অগ্রসর হলে বাংলাদেশ আধুনিক রাষ্ট্র হিসেবে বিশ্বের মডেল হতে পারে |
মহান বিজয় দিবসে - এই আকাঙ্খা নিয়ে জাতির জনকের প্রতিকৃতি ও সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা কর্মীদের নিয়ে, তার কিছু ছবি... ১৬/১২/২০১৫

No comments:

Post a Comment