FB LIke Bottom

Monday, December 21, 2015

বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা কর্মীদের অগ্রজরা ভাই, বড় বোন: অনুজরা ছোট ভাই বোন তুল্য এবং তারা অতি আপনজন |

বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা কর্মীদের অগ্রজরা ভাই, বড় বোন: অনুজরা ছোট ভাই বোন তুল্য এবং তারা অতি আপনজন | রাজপথের বহু আন্দোলন সংগ্রামে, বিশেষ করে জঙ্গীবাদ বিরোধী কর্মকান্ডে তাঁদের পদক্ষেপ প্রশংসনীয় | জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের আদর্শে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক , আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনে আমাদের নেতাকমর্ীরা জীবনপণ বাজি রেখে কর্মকান্ড অব্যাহত রেখেছেন |
আমরা অনুভব করি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের ইতিহাসে আত্মত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন করেছেন | বাঙালি জাতির স্বাধীন ও স্বতন্ত্র পরিচয়ের ক্ষেত্র - মহান মুক্তিযুদ্ধই আমাদের মাইলফলক | ইতিহাসের পরিক্রমায় অনিবার্যভাবে বাঙালিরা তথা বাংলাদেশের মানুষ জনতার নেত্রী শেখ হাসিনার রাষ্ট্রপরিচালনার কৌশলকে সমর্থন দিয়েছে, যা বিশ্বে সমাদৃত | কতিপয় ঘটনার প্রাসঙ্গিকতায় আমরা পিছিয়ে থাকতে রাজি নই, আজ গর্বভরে বলতে পারি - বাঙালিদের সফল ভাষা আন্দোলনের কারণে এবং শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতির দক্ষতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২১ ফেব্রুয়ারি | বিশ্বের সকল ভাষার সংরক্ষণ , প্রয়োগে এটি যুগান্তকারী ইতিহাস | বঙ্গবন্ধুর বাবা যেভাবে বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত করতেন, তা আজ ভাবনার দ্বার মুক্ত করে আমাদের | বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে এ প্রসঙ্গ উল্লেখ আছে, ১৯৪২ সালের ঘটনা- জ্বরে আক্রান্ত বঙ্গবন্ধু, রিলিপের কাজে সময় চলে যায়, পড়াশোনায় তাল মিলাতে পারছেন না | এ সময় বঙ্গবন্ধুর বাবা যে কথা বলেন, তা আজো প্রেরণা দেয় আমাদের-- ' বাবা রাজনীতি কর আপত্তি করব না, পাকিস্তানের জন্য সংগ্রাম করছ এ তো সুখের কথা, তবে লেখাপড়া করতে ভুলিও না | লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না | আর একটা কথা মনে রেখ, ' sincerity of purpose and honesty of purpose ' থাকলে জীবনে পরাজিত হবে না |' রাজনীতিবিদরাই যুগে যুগে আলোকিত মানুষ, যদি তাঁর কর্মকান্ড সিংহভাগ জনগণের কল্যাণে পরিচালিত হয় | ইতিহাসতো তাই বলে | একটি সুস্থ জনগণ উপযোগি সমাজ গঠনের ক্ষেত্রে কালে কালে প্রচলিত পথ ও মতকে রাজনীতিবিদরা ভেঙ্গে ফেলে | এই কাজটি যিনি করেন, জীবন তাঁর যতই প্রতিকূল থাকুক না কেন, ইতিহাসে তারাই শ্রদ্ধার সাথে স্মরণীয় ও বরণীয় |
আমার দায়িত্বশীল জায়গা থেকে এসব বলার যৌক্তিকতা আজ সমধিক, মুক্তচিন্তার মানুষ ও জনগণের সেবক হতে হলে পঠন পাঠনের সমন্বয়ে কর্মকান্ডকে বিকশিত করতে হবে | বঙ্গবন্ধু সৈনিক লীগ নিরলস ভাবে এ কাজটি করতে দৃঢ় প্রতিজ্ঞ | ১৭/১২/২০১৫

No comments:

Post a Comment