জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ
বঙ্গবন্ধু সৈনিক লীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক জনাব জাবেদ হোসেন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ পত্র দিয়েছে। প্রতিবাদ পত্রটি হুবহুব আপনাদের জন্য নিচে দেওয়া হলঃ
প্রতিবাদ পত্র
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ
হাজার বছরের শ্রেষ্ট সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে মন্তব্য করেছে তার বিরুদ্ধে আমি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এক জন সাবেক প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে মিথ্যাচার করেছেন, তা পুরো জাতিকে হতবাক ও বিস্মিত করেছে। বেগম খালেদা জিয়া বলেছেন,“তিনি (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি।” বেগম জিয়ার এই উক্তি দৃষ্টতা এবং অপরাধের শামিল। এক জন সাবেক প্রধানমন্ত্রী হয়ে তিনি এই রুপ মন্তব্য এবং ইতিহাস বিকৃত করতে পারেন না। হাজার বছরের শ্রেষ্ট সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণে সরাসরি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছেন। সেই দিন তিনি বলেছেন, “এ বারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এ বারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।” এই ঘোষণা পর পরই পাকিস্তান তাদের অস্ত্র ও সৈন্য আমাদের দেশে নিয়ে আসা শুরু করে এবং ২৬ ই মার্চ আমাদের ঘুমন্ত মানুষের উপর অপারেশন সার্চ লাইট নাম দিয়ে হত্যাকাণ্ড চালায়। ৭ ই মার্চ এর ভাষণকে স্বাধীনতার ঘোষণা মেনেই ইয়াহিয়া ও জুলফিকার আলী ভুট্টো বিপুল সংখ্যক অস্ত্র ও সৈন্য আমাদের দেশে নিয়ে আসে এবং হায়েনার ন্যায় আমাদের উপর ঝাপিয়ে পড়তে নির্দেশ দেয়। বেগম জিয়া ইতিহাস বিকৃত করছেন এবং তরুণ প্রজন্মকে অসত্য বক্তব্য দিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করছেন, তার এই চেষ্টা স্বাধীনতা বিরুধী ও পাকিস্তানীদের অনুপ্রাণিত করবে। যদিও তিনি এবং উনার স্বামী জাতির জনক দ্বারা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন কিন্তু তিনি জাতির জনক এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে বিরুপ মনোভাব দেখাচ্ছেন। পৃথিবীর কোন দেশেই জাতির জনককে নিয়ে এই রুপ অযোক্তিক, কাণ্ডজ্ঞানহীন ও অবিবেচনাপ্রস্রুত মন্তব্য করার নজির নেই। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোধী নিজেকে মহাত্মা গান্ধীর দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করেন। তাহলে বেগম খালেদা জিয়া নিজেকে বঙ্গবন্ধুর দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে লজ্জা পান কেন? তিনি কি নিজেকে পাকিস্তানের নাগরিক মনে করেন? আমি বঙ্গবন্ধু সৈনিক লীগ সিলেট মহানগরের পক্ষ থেকে তার এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং তিনি তার বক্তব্যের জন্য দেশের জনগণ ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানাই। যদি তিনি ক্ষমা না চান, তাহলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
জাবেদ হোসেন
২৩/১২/২০১৫
সাধারণ সম্পাদক
বঙ্গবন্ধু সৈনিক লীগ, সিলেট মহানগর
বি.এস.এস, এম.এস.এস (শাবিপ্রবি)
FB LIke Bottom
Thursday, December 24, 2015
বঙ্গবন্ধু সৈনিক লীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক জনাব জাবেদ হোসেন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment