FB LIke Bottom

Saturday, December 12, 2015

আগে ভাবতাম বাংলাদেশের মানুষই শুধু অন্যের উন্নতি দেখে হিংসা করে,তাকে দমিয়ে রাখতে চেষ্টা করে!

আগে ভাবতাম বাংলাদেশের মানুষই শুধু অন্যের উন্নতি দেখে হিংসা করে,তাকে দমিয়ে রাখতে চেষ্টা করে!কিন্তু পরে আন্তর্জাতিক রাজনীতি থেকে বুঝতে পেরেছি এটা কেবল আমাদের জাতীয় রোগ নয় বরং এটা 'বিশ্ব রোগ'ও বটে।
বিশ্বের ক্ষমতাধররা চায় বিশ্বের গরীব রাষ্ট্রগুলো গরীব থাকুক তাদের অধীনস্থ থাকার জন্য।এইসকল গরীব রাষ্ট্রগুলো যখন উন্নয়নের দিকে এগোতে থাকে তখন তাদের চোখ টাটায় ফলে তারা মস্তিস্ক খাঁটায়!
তারা মস্তিস্ক খাঁটাতে থাকে কিভাবে উন্নয়নের দিকে উঠতে থাকা দরীদ্র দেশটাকে থামানো যায়।এক্ষেত্রে তারা দুটি দিককে বিবেচনা করে-
সেই দেশের সাধারন জনগনের মাঝে কেমন দেশপ্রেম আছে এবং তারা নিজেরা কতটা ঐক্যবদ্ধ আছে।
ঘটনা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে একমাত্র বাংলাদেশ নিজের অর্থে বিশ্বের সবথেকে বড় চ্যালেঞ্জিং নদী সেতু তৈরির সফলতার পথে এগিয়ে যাচ্ছে,সে আমাদের স্বপ্নের পদ্মা সেতু।ইতোমধ্যে প্রায় ২৭% কাজ সম্পন্ন হয়েছে এবং আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুল পাইলিং এর কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।মোটামুটি নিশ্চিত ধারনা করা হচ্ছে প্রস্তাবিত সময়ের কিছু আগেই এই কাজ সম্পন্ন হবে।যার ফলে আমাদের গোটা অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কমপক্ষে ১.৩ বেড়ে দাঁড়াবে!এটা একটা বিশাল অর্জন!
কিন্তু এই অর্জন দেখে নি:সন্দেহে বহু মোড়লের চোখ টাটাবে বা টাটাচ্ছে।তারা আমাদের দেশের উপর নানান ফন্দিফিকির করতে লেগে যাবে,এখনো লেগে আছে।কিন্তু তাদেরকে দমন করার একমাত্র উপায় হলো আমাদের সাধারণ জনতাদের একাত্মতাসহ দেশপ্রেম।কথা হলো শুধু দেশপ্রেম ধারন করলেই হবেনা বরং বাইরের শক্তিদের সামনে তা প্রকাশ করে তাদেরকে সাবধান করে দিতে হবে যে বাংলা মায়ের কোটি কোটি মাপ্রেমী সন্তানদের বিরুদ্ধে লাগতে এসোনা।
এই প্রকাশের একটি মাধ্যম হিসেবে আসুন বিজয়ের মাসে আমাদের সকলের প্রোফাইল ছবিতে লাল সবুজ দিয়ে ঢেকে ফেলি।সারা বিশ্ব লাল সবুজের জোয়ার দেখুক।দেখে নিক তারা বাংলাদেশিদের প্রবাহ।
আমি পোষ্টের প্রথম কমেন্টে একটি লিংক দিয়ে দিচ্ছি,সেখানে ক্লিক করলে একটি পেইজ ওপেন হবে যেখানে লেখা আছে 'প্রফাইল ছবি পরিবর্তন করুন',এই লেখাতে ক্লিক করে আপনার প্রোফাইল ছবিটি লাল সবুজে মুড়িয়ে যাবে।তারপর সেটাকে প্রোফাইল ছবি হিসেবে সেট করুন।
দয়া করে সবাই করুন।শুভ কামনা।
(বি:দ্র: যারা এটাকে শ্রোতে গা ভাসানো ভেবে নাক উঁচু ভাব দেখাতে চায় তারা আসলে নির্বোধ!)

No comments:

Post a Comment