আজ কে যে কোথায় আছি কোনো খবর
নেই যে কারো
অথচ তোর ওই দুঃখ গুলোতে অংশ ছিল আমারও
এই চলতি জীবন ঘটনাবহুল দু এক ইঞ্চি ফাঁকে
"তুইতো পাবিনা আমায় আর আমিও খুজিনা তোকে"
কত সুখ পাওয়া হয়ে গেলো তোকে ভুলে
গেছি কতোবার
কত সুখ পাওয়া হয়ে গেলো তোকে ভুলে
গেছি কতোবার
তবুও শৈশব থেকে তোর গান যেনো ভেসে
আসে বারবার
আজ চলতে শিখে গেছি তোকে নেই কিছু
প্রয়োজন
তবুও ভীষন আপ্রয়জনে তোকে খুজেছে
আমার মন
তুই হয়তো ভালোই আছিস আর আমিও মন্দ নেই
তবু আসময়ে এসে স্ম্রিতিগুলো বুকে আকিবুকি
কাটবেই
"তুই কতদুরে চলে গেলি তোকে হারিয়ে
ফেলেছি আমি(২)
এই দুঃখটা হয়ে থাক, এই-দুঃখটা বড় দামি"
কেনো বাড়লে বয়স ছোট্টো বেলার বন্ধু
হারিয়ে যায়?
কেন হারাচ্চে সব বাড়াচ্চে ভীড় হারানোর
তালিকায়?
সেই কোনো কথা নেই মুখে শুধু চুপচাপ বসে
থাকা
ছিলো যার যার ব্যথা তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে
রাখা
"আমি ভাবিনি তখন ভুলেও এমন দুজন দু'দিকে যাবে
বুঝিনি আমার হ„দস্পন্ধন আমার অচেনা হবে"
এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাধন ছিল
এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাধন ছিল
হল অহংকারের জয় সেই বন্ধন ছিড়ে গেল
সেই অহংকারের খেলায় দু'জনি জিতে গেছি
একসাথে
প্রতি ইটের জবাব পাথরে দিয়েছি বিজয়ের মালা
হাতে
সেই বিজয়োল্লাশ প্রতিদ্ধনিত ঝরত আরথনাতে
আজ বুকের ভিতর মিষ্টি একটা শৈশব শুধু কাঁদে
আজ অবেলার অবসরে কেন লাগছে ভীষন
একা? (২)
"কত হাজার বছর তোর হাতটাকে হয়নিতো ছুয়ে
দেখা"
কেনো বাড়লে বয়স ছোট্টো বেলার বন্ধু
হারিয়ে যায়?
কেন হারাচ্চে সব বাড়াচ্চে ভীড় হারানোর
তালিকায়?
"আমি কতোকত বার আঁক তার ছবি আমার কল্পনাতে
আজো জলে যাই আজো পুরে যাই তর
দু'চোখের অবসাদে"
দেখ নীল নীল নীল আকাশের মত অনন্ত
হাহাকার (২)
আজ বুকের ভিতর ভাংছে-ভাংছে, ভেঙ্গে সব
চুরমার
"কোনো শত্রুর ও যেন প্রানের বন্ধু এমন
দূরে না যায়"
কোনো শত্রুর ও যেন প্রানের ব
FB LIke Bottom
Wednesday, June 15, 2016
আজ কে যে কোথায় আছি কোনো খবর নেই যে কারো অথচ তোর ওই দুঃখ গুলোতে অংশ ছিল আমারও
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment