বাবা, সে তো বাবাই। যার কারণে এই পৃথিবীর রং,
রূপ ও আলোর দর্শন। সেই বাবা শব্দটির সঙ্গেই
অপার স্নেহ আর মমতার মিশেলে এক দৃঢ় বন্ধনে
জড়িয়ে থাকি আমরা। একজন মানুষের জীবনে
সবচেয়ে প্রিয় এবং সর্বাধিকবার উচ্চারণ করতে হয়
যে শব্দগুলো তার মধ্যে `বাবা` অন্যতম।
নতুন প্রজন্মের কাছে মা দিবস-বাবা দিবসের
ধারণাগুলো দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। গত
শতাব্দীর প্রথমদিকে বাবা দিবস পালন শুরু হয়।
আসলে মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের
সন্তানের প্রতি দায়িত্বশীল- এটা বোঝানোর জন্যই
এ দিবস পালন শুরু। বাংলা দেশ আওয়ামিলীগ
No comments:
Post a Comment