FB LIke Bottom

Wednesday, June 15, 2016

মালেশিয়া জহুর বারুর কোতা তিঙ্গিতে সড়ক দূর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত ইন্নালিল্লহি অইন্নইলাইহি রাজিউন ।

মালেশিয়া জহুর বারুর কোতা তিঙ্গিতে সড়ক দূর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত ইন্নালিল্লহি অইন্নইলাইহি রাজিউন ।

মঙ্গলবার ভোরে অপরদিক থেকে আসা লরি এবং একটি পাজেরোর সংঘর্ষে দূর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই সঙ্গে পাজেরোর চালক ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন। এই দূর্ঘটনা ঘটে ১৩ কিলোমিটার দূরে জালান সুংগাই রেংগিত নামক স্থানে। কোতা তিঙ্গি পুলিশের প্রধান সুপারিনডেন্ট রহমত ওথম্যান বলেন, ভোর রাত সাড়ে তিনটার দিকে এই দূর্ঘটনা ঘটে।

কোতা তিংগি থেকে মিতসুবিসি পাজেরো ৪ ডাব্লিউডি সেংগাই রেংগিতের দিকে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা লরিটির সঙ্গে সংঘর্ষ হয়।সংঘর্ষের ঘটনায় ৩৪ বছর বয়সী ভারতীয় নাগরিক ফয়সাল এবং ২০ বছর বয়সী বাংলাদেশি নাগরিক নূর ইসলাম নিহত হন। এরা দুজনেই মালেশিয়ায় কনস্ট্রাকশনে কাজ করতেন। লরির চালককে কোন ধরনের আঘাত ছাড়াই উদ্ধার করা হয়েছে।
রহমত বলেন, যে স্থানে দূর্ঘটনা ঘটেছে সেই রাস্তায় কোন আলো নেই অধিকতর তদন্তে বলা হয়েছে। যে কারনে বিপরীত দিক থেকে আসা গাড়িটি দৃষ্টিগোচর হয়নি। এছাড়াও ওই সময় পাজেরোর চালক ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন।প্রতিদিন মালেশিয়ার সব ধরনের খবর জানতে আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করে সক্রিয় থাকুন

No comments:

Post a Comment