দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে
একটি শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।
----------------------------------
জঙ্গিবাদ প্রশ্রয় না দিতে
ছাত্রলীগের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
----------------------------------
‘২০১৫ সালে তিনটা মাস কিভাবে তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারলো। কোনো মানুষের ভেতরে এতটুকু মনুষ্যত্ব থাকলে এভাবে সাধারণ মানুষকে পুড়িয়ে মারত পারে না। এই মহিলার মনে কোনো রকম মনুষ্যত্ববোধ নাই। ক্ষমতা এটাই হলো তার লোভ। আর ক্ষমতা দিয়ে সে কি করবে? ক্ষমতা দিয়ে কি করবে নিজের শুধু বিলাসিতা।’
***************************
সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, ক্ষমতায় এসে বিএনপিই দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। মঙ্গলবার রাতে গণভবনে ছাত্রলীগের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদকে কোন অবস্থাতেই প্রশ্রয় দেবে না।
বেগম খালেদা জিয়ার সমালোচনা করে এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৫ সালে তিনটা মাস কিভাবে তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারলো। কোনো মানুষের ভেতরে এতটুকু মনুষ্যত্ব থাকলে এভাবে সাধারণ মানুষকে পুড়িয়ে মারত পারে না। এই মহিলার মনে কোনো রকম মনুষ্যত্ববোধ নাই। ক্ষমতা এটাই হলো তার লোভ। আর ক্ষমতা দিয়ে সে কি করবে? ক্ষমতা দিয়ে কি করবে নিজের শুধু বিলাসিতা।’
তিনি বলেন, ‘একদিকে দুঃশাসন চালিয়েছে লুটপাট করেছে, অর্থপাচার করেছে, সন্ত্রাস করেছে আর জঙ্গিবাদ সৃষ্টি করেছে। বাংলাদেশকে তারা একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। সন্ত্রাস জঙ্গিবাদকে আমরা কখনো প্রশ্রয় দেবো না। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের মাটিকে কখনো অন্য কোনো দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো জন্য ব্যবহার করতে দেবো না।’
বিএনপি-জামায়াত জোট নির্বাচন ঠেকানোর আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, জনগণ তাদের সেই অপতৎপরতাকে রুখে দিয়েছে। যেকোনো মূল্যে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো হবে বলেও জানান তিনি।
FB LIke Bottom
Wednesday, June 15, 2016
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। ---------------------------------- জঙ্গিবাদ প্রশ্রয় না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ---------------------------------- ‘২০১৫ সালে তিনটা মাস কিভাবে তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারলো। কোনো মানুষের ভেতরে এতটুকু মনুষ্যত্ব থাকলে এভাবে সাধারণ মানুষকে পুড়িয়ে মারত পারে না। এই মহিলার মনে কোনো রকম মনুষ্যত্ববোধ নাই। ক্ষমতা এটাই হলো তার লোভ। আর ক্ষমতা দিয়ে সে কি করবে? ক্ষমতা দিয়ে কি করবে নিজের শুধু বিলাসিতা।’ *************************** সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, ক্ষমতায় এসে বিএনপিই দেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। মঙ্গলবার রাতে গণভবনে ছাত্রলীগের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদকে কোন অবস্থাতেই প্রশ্রয় দেবে না। বেগম খালেদা জিয়ার সমালোচনা করে এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৫ সালে তিনটা মাস কিভাবে তারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারলো। কোনো মানুষের ভেতরে এতটুকু মনুষ্যত্ব থাকলে এভাবে সাধারণ মানুষকে পুড়িয়ে মারত পারে না। এই মহিলার মনে কোনো রকম মনুষ্যত্ববোধ নাই। ক্ষমতা এটাই হলো তার লোভ। আর ক্ষমতা দিয়ে সে কি করবে? ক্ষমতা দিয়ে কি করবে নিজের শুধু বিলাসিতা।’ তিনি বলেন, ‘একদিকে দুঃশাসন চালিয়েছে লুটপাট করেছে, অর্থপাচার করেছে, সন্ত্রাস করেছে আর জঙ্গিবাদ সৃষ্টি করেছে। বাংলাদেশকে তারা একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। সন্ত্রাস জঙ্গিবাদকে আমরা কখনো প্রশ্রয় দেবো না। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের মাটিকে কখনো অন্য কোনো দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো জন্য ব্যবহার করতে দেবো না।’ বিএনপি-জামায়াত জোট নির্বাচন ঠেকানোর আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, জনগণ তাদের সেই অপতৎপরতাকে রুখে দিয়েছে। যেকোনো মূল্যে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো হবে বলেও জানান তিনি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment