সবার কোন না কোন একটা পারসোনাল ডাইরি থাকে,
সেখানে হয়তো নিজের নামটাও সুন্দর করে লেখা থাকে, সেখানে কিছু সুখ কিছু ভালো লাগা মন্দ লাগা সব কিছুই লেখা থাকে। সেখানে এমন কিছু কষ্টের কথা লেখা থাকে যা হয়তো কোনদিন কাউকে বলা হবে না।এসব কষ্টের কথা গুলো শুধু ডাইরির পাতায় থেকে যাবে। থেকে যাবে সবার অগচরে লুকিয়ে রাখা একটা মেঘে ঢাকা মুখ।হয়তো এ ভাবেই কেটে যাবে দিন। আর সময়ের সাথে সাথে সেও একদিন চলে যাবে না ফেরার দেশে।
মুখচোরা আমিও পারি চোখ এরাতে তাই খুঁজতে বের হই ঘুম সেই মাঝ রাতে.........................
No comments:
Post a Comment