FB LIke Bottom

Tuesday, March 1, 2016

আমি কী সত্যিই তাকে চাই?

আমি কী সত্যিই তাকে চাই? এ এক স্বপ্নময় অনুভূতি ছিল পূর্বাচলের অধিবাসী- রাজপথিকের । বিরান মরু অঞ্চলে প্লাবিত হলো মধুময় আবেশ, গভীর অনুরাগে হেলে পড়া রোদ্দুরে , কী মায়া ছিল তার । আর্যতেজে প্রকৃতির শ্রেষ্ঠ প্রকাশ রাজপথিক - তারই সব প্রেম সেই মায়া'কে ঘিরে ।
মায়া'র মধুর ঐশ্বর্যের মঙ্গলধ্বনি.. রাজপথিক তুম্বী বীণায় সর্বমানব ও সর্বকালের প্রেমকে অতি তুচ্ছ বিবেচনায় - পরমরূপে পরস্পরকে পরিত্যাগের বাসনায় নিমজ্জিত হলো । প্রবৃত্তির বালখিল্যতায় উভয়েই উভয়কে যতই দূরে নিতে থাকে ,ততই অতি আপন হয়ে ওঠার বাসনা তীব্রতর হয়ে ওঠে ।
তবু রাজপথিক তুমি বলো, এ কোন মায়া!!!

No comments:

Post a Comment