FB LIke Bottom

Monday, March 14, 2016

ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি ... অতি শীঘ্রই যোগদান করতে যাচ্ছেন ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।

ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি ...
অতি শীঘ্রই যোগদান করতে যাচ্ছেন
ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।
সততা, দক্ষতা ও সুনামের সাথে দীর্ঘদিন কাজ করে যাওয়া এই পুলিশ কর্মকর্তা ১৯৮৯ সালে ৮ম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স করেন। চাকরি জীবনের শুরুতে ডিএমপি, এপিবিএন, ব্রাহ্মণবাড়িয়া সার্কেল এএসপি, রায়গঞ্জ সার্কেল এএসপি-সিরাজগঞ্জ, হাজিগঞ্জ সার্কেল এএসপি-চাঁদপুর, অতিরিক্ত পুলিশ সুপার-চাঁদপুর, ডিএমপি, পুলিশ সুপার-নীলফামারী, ডিসি- ডিএমপি, এআইজি(গোপনীয়)-পুঃহেঃ কোঃ, এআইজি(সংস্থাপন)-পুঃহেঃ কোঃ, অতিঃ ডিআইজি- ঢাকা রেঞ্জ, ডিআইজি(অপারেসন্স)-পুঃহেঃ কোঃ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বসনিয়া হার্জেগোভিনা, লাইবেরিয়া ও দারফুর শান্তি রক্ষা মিশনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন ও শান্তিরক্ষা পদকে ভূষিত হন। প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি আমেরিকা, ইউরোপসহ অনেক দেশ ভ্রমণ করেন।
মাঠ পর্যায় থেকে দীর্ঘদিন ধরে জনমুখি পুলিশিং কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এমন প্রত্যয় নিয়ে সততার সাথে কাজ করেছেন।
তিনি সুনামগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। সততা, দক্ষতা ও সুনামের সাথে কাজ করা এবং বাংলাদেশ পুলিশে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রপতি পুলিশ পদকে(ppm) ভূষিত হন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত ও তিন সন্তানের জনক।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর প্রাচীন ঐতিহ্যের সূতিকাগার হিসেবে বৃহত্তর ময়মনসিংহ(১৭৮৭) এর ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইল ও কিশোরগঞ্জকে বাদ দিয়ে (প্রায় ১০৬০০ বর্গকিমি নিয়ে) গঠিত হল ময়মনসিংহ রেঞ্জ। এই রেঞ্জের প্রথম ডিআইজি হিসেবে সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মকর্তা জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম সোয়াকোটি ময়মনসিংহবাসীর জন্য সৌভাগ্য ও প্রত্যাশার দ্যূত হবে-ইনশা আল্লাহ। ডিআইজি স্যারের জন্য সবাই দোয়া করবেন । ধন্যবাদ।

No comments:

Post a Comment