FB LIke Bottom

Monday, February 29, 2016

কালের নটরাজ' ও কবি কামরুল ইসলাম...

কালের নটরাজ' ও কবি কামরুল ইসলাম...
বহুমুখি প্রতিভার অধিকারী এই কবি তাঁর কবিতা, গান ও কথার সমন্বয়ে সৃজন করেছেন, 'কালের নটরাজ'খানি ! ৭০ পৃষ্ঠার ছোট্ট পরিসর কিন্তু ক্যানভাস হিসেবে 'কালের নটরাজ' বিশাল।
কামরুল ইসলাম শুধু ভাল কবিতা, গল্প, প্রবন্ধ, গান লেখেন তা-ই নয়, তিনি তুখোড় বক্তাও। আর মন্চে দাঁড়িয়ে অকপটে অনর্গল অনল বর্ষানোর জন্য একজন মানুষকে পঠনপাঠনেও হতে হয় সুঅভ্যস্থ এবং চলমান সময়যানের চোখ-কান খোলা অতন্দ্রযাত্রী।
'কালের নটরাজ' সেই সব সুঅভ্যাসের স্বাক্ষরই জাহির করছে তার স্রষ্টা কামরুল ইসলামের পক্ষে।
নটরাজকে পাঠকের বোধে গ্রন্থিত করে দিতে টিকাভাষ্যসহ যে উপাত্তগুলো উপস্থাপণ করেছেন কামরুল, এটা খুব শ্রমসাধ্য বিষয়।
'কালের নটরাজ' সব পাঠকের বিষয় নয়। তবে যে কেউ কষ্ট করে এর থেকে রস নিংড়ে আহরণ করতে পারলে তার ভাণ্ডারে কিছু বাড়তি মাত্রা যুক্ত হবেই । আর শিল্প- সাহিতে্যর মানুষেরা 'কালের নটরাজ' অধ্যয়ণের পর এর প্রতিফলন দেখতে পাবেন নিজের সৃষ্টিতে। কারণ এতে শুধু জীবনবোধই নেই, লেখককে ধর্ণা দিতে হয়েছে বহু প্রকণের দ্বারে।
'কালের নটরাজ'কে প্রথম দেখার স্মৃতিটুকুও যুক্ত করি যদি, সেদিনের ঝড়ে ছত্রখান বাংলা একাডেমি যখন সবক'টি গেট বন্ধ করে দিয়ে ভেজা কাকের মতো একা একা গা ঝেড়ে পরিপাটি হওয়ার চেষ্টা করছিলো, বন্ধ গেটের এপারে সারিবদ্ধ মানুষেরা 'কালের নটরাজ' হাতে তার লেখককে এগিয়ে আসতে দেখে কিছুটা এলোমেলো হয়ে গেলো। ক্যামেরার মানুষেরা ছেঁকে ধরলেন কবিকে। ভীড়ের ভেতর মাথা গলিয়ে বিষয়টা বুঝে উঠে বললাম, কামরুল, অবস্থা এই তবে? এই ঝড় তোমার কালের নটরাজই সাথে করে এনেছে। সদানন্দ কবি কামরুল ইসলাম তাঁর মতো করেই উজ্জ্বল হাসিতে উত্তর দিলেন, 'মনে তো হচ্ছে, তাই বুবু !'
তিন মার্চ কবি কামরুল ইসলামের জন্মদিন। তাই 'কালের নটরাজ' শুধু একটি বই আলোচলা হিসাবে সীমাব্ধ থাকলো না। এর ভেতর মিশে গেলো 'কালের নটরাজ'র স্রষ্টার প্রতি কিছুটা বাৎসল্য! কারণ,
আমার জন্মের ১৭ দিন পর আমার সাড়েতিন বছরের ভাইটি মারা যায়। এতে অপয়া ভেবে আমার মা আমাকে ঘর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বড় হতে হতে এই ঘটনার পুনরাবৃত্তি শুনতে শুনতে কামরুল নামের মানুষ দেখলে আমি সরে পালাই। কারণ, আমার সেই ভাইটির নাম ছিলো কামরুল। এই গল্প শুনে কবি কামরুল ইসলাম বলেছিলেন, 'কিন্তু বুবু, আমার থেকে তো তোমার পালানো হবে না...!' হয়তো পালানোর সূত্র যেখানে গ্রন্থিত, টানের উৎসও সেখানে লুকানো। তাই লেখাটুকু হয়ে গেলো দুইরৈখিক।
তিন মার্চ জন্মদিনে আগাম শুভেচ্ছা কামরুল। তোমার সবাইকে নিয়ে সুস্থ ও দীর্ঘ জীবন হোক। মহৎ উদ্দেশ্যগুলো পূর্ণ হোক সবই এবং তুমি হয়ে ওঠো তোমার বিশ্বাসেরই মতো...
'আমি মহাকালের নটরাজ
ভূমি থেকে উত্থিত শিবের অগ্নিবাণ, দ্রোহী শুদ্র চণ্ডাল
আফ্রিকার লুমুম্বা, স্পার্টাকাস, রাসার লেলিন
আমিই সৌর্যসাধক, বীরত্ব আমার নাম
কালের মহিমায়, মহানিনাদের নৈপুণে্য
প্রেম ও শক্তির প্রদীপ জ্বালাই।'

No comments:

Post a Comment