FB LIke Bottom

Sunday, January 17, 2016

আলো আর ছায়ার নৃতে্য, সরে যায় সময়

আলো আর ছায়ার নৃতে্য, সরে যায় সময়
রোদেলার আঁচলে মাথা পেতে কাটে প্রহর
মেঘের আড়ি পেতে থাকা বাসনা প্রণয়
নারীর পায়ে পায়ে এঁকে চলে পথ - ঘাসরেখা
তখনও শিরীষ বনে, হিজলের মন্ত্র মায়ায় |
চারদিকে শুকনো পাতার শিস, ভ্রমরের গুঞ্জন
ঘাঙশালিক ভুলেছে পথ, পথের ইতিকথা
ঘাসের উপর প্রজাপতি, মাঠে মাঠে ঘাস
আমি নিরব, শান্ত, শতকালের দ্বারের প্রহরী
আকাশজুড়ে নীলিমার ভস্ম, পড়ে থাকে মানচিত্রে |

No comments:

Post a Comment