আলো আর ছায়ার নৃতে্য, সরে যায় সময়
রোদেলার আঁচলে মাথা পেতে কাটে প্রহর
মেঘের আড়ি পেতে থাকা বাসনা প্রণয়
নারীর পায়ে পায়ে এঁকে চলে পথ - ঘাসরেখা
তখনও শিরীষ বনে, হিজলের মন্ত্র মায়ায় |
চারদিকে শুকনো পাতার শিস, ভ্রমরের গুঞ্জন
ঘাঙশালিক ভুলেছে পথ, পথের ইতিকথা
ঘাসের উপর প্রজাপতি, মাঠে মাঠে ঘাস
আমি নিরব, শান্ত, শতকালের দ্বারের প্রহরী
আকাশজুড়ে নীলিমার ভস্ম, পড়ে থাকে মানচিত্রে |
No comments:
Post a Comment