**প্রতিবাদ**বঙ্গবন্ধু সৈনিক লীগ * জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করে। ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ৫ম তলায় আমাদের কেন্দ্রীয় কার্যালয়। সারা বাংলা দেশে আমাদের জেলা কমিটি আছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি সহ থানা/ওয়ার্ডে অগণিত কর্মী সমর্থক আছে। তাছাড়া বঙ্গবন্ধুর নয়ন মণি জন নেএী শেখ হাসিনা ২০০০ সালের ৩১মে বঙ্গবন্ধু সৈনিক লীগ কে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনৈতিক সহযোগী সংগঠন হিসেবে কাজ করার সদয় অনাপত্তি প্রদান করেন। (বঙ্গবন্ধু সৈনিক লীগ ) নিয়ে মিথ্যা সংবাদ ছাপায়,, "বাংলাদেশ প্রতিদিন "পএিকার সম্পাদক ও রিপোর্টার রফিকুল ইসলাম রনির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষ করে বলছি, সংগঠনের সুনাম নষ্ট করায় এই পএিকার বিরুদ্ধে মানহানি মামলা করা হোক! নইলে তৃণ মূলের নেতা কর্মীরা পএিকা অফিস ঘেরাও কর্ম সূচী হাতে নিতে বাধ্য হবে। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা জেলা।
FB LIke Bottom
Sunday, March 27, 2016
Monday, March 14, 2016
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ রান তামিমের
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ রান তামিমের
বাংলাদেশের ব্যাটিংয়ের অনেক রেকর্ডই তামিম ইকবালের অধিকারে। দেশসেরা এই উদ্বোধনী ব্যাটসম্যান ওমানের বিপক্ষে ম্যাচে আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
রোববার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওমান ম্যাচের আগে টি-টোয়েন্টিতে তামিমের রান ছিল ৯৮৯।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান তামিম। অজয় লালচিতার বলে স্কয়ার লেগ দিয়ে চার হাঁকিয়ে নিজের রান চার অঙ্কে নিয়ে যান তামিম।
তিন ধরনের ক্রিকেট অর্থাৎ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ রান তামিমের। তিন ফরম্যাটেই দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসও তারই।
টি-টোয়েন্টি এক সময়ে সাকিব আল হাসানের চেয়ে পিছিয়ে পড়েছিলেন তামিম। তবে সাম্প্রতিক সময়ে দারুণ ব্যাটিংয়ে আবার শীর্ষে ফিরেন তিনি।
রানের জন্য লড়াই করা সাকিবের সামনে সুযোগ ছিল দেশের হয়ে সবার আগে এক হাজার রানের মাইল ফলক স্পর্শ করার। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলার আগে সাকিবের রান ৯৭৯। শেষ ৯ ইনিংসে সব মিলিয়ে তার ব্যাট থেকে আসে ৮৯ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৮৩ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের দুটি চমৎকার ইনিংস উপহার দেন তামিম।
৪২ টেস্টে তামিমের রান ৩ হাজার ১১৮। এই সংস্করণে তার সর্বোচ্চ ২০৬।
১৫৩ ওয়ানডেতে তামিমের রান ৪ হাজার ৭১৩। এই ক্রিকেটে তার সর্বোচ্চ ১৫৪। টি-টোয়েন্টিতে তার অপরাজিত ৮৮ রানই বাংলাদেশের সর্বোচ্চ।
ধামরাইয়ে ১ হাজার ইয়াবাসহ গ্রেফতারকৃত আ’লীগ নেতার ভাই মাদক মম্রাট মানিক ও তার সহযোগি রিমান্ডে
ধামরাইয়ে ১ হাজার ইয়াবাসহ গ্রেফতারকৃত আ’লীগ নেতার ভাই মাদক মম্রাট মানিক ও তার সহযোগি রিমান্ডে
মোকলেছুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকা থেকে পুলিশ লেখা একটি পাজেরো জিপ তল্লাশি চালিয়ে ১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে রোববার ১দিনের রিমান্ডে নিয়েছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ধামরাইয়ের সাহাবেলীশ্বর ললিতনগর গ্রামের এসএম শওকত হোসেনের ছেলে এসএম মানিক (৩৬) ও পাশের নওগাও গ্রামের আব্দুল হানিফের ছেলে মতিয়ার রহমান (৩২)। এদের মধ্যে মানিক ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেনের ভাই।
ধামরাই থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ধামরাইয়ের বাথুলি এলাকার ইনসেপ্টা ফার্মসিউটিক্যালসের সামনে পুলিশের স্টীকার লাগানো একটি পাজারো জিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১৬৫০১) আটকের পর তল্লাশি করা হয়। এসময় রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও আওয়ামী লীগ নেতার ভাই মানিক ও তার সহযোগি মতিয়ার রহমানকে গ্রেফতার করার পর তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ইয়াবা ট্যাবলেট, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এডি পরিচয়ের ছুটির দরখাস্ত, নয়ারহাট বাস-ট্রাক মালিক সমিতির সহ-সম্পাদকের আইডি কার্ড উদ্ধার এবং পুলিশ লেখা পাজারো গাড়িটি জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ী মানিক বিভিন্ন সময় পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এডি পরিচয় দিয়ে বিভিন্ন জেলায় মাদক পাচার করে আসছিল।
এব্যাপারে ধামরাই থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, গ্রেফতারকৃত মানিক এরআগেও কয়েকবার গ্রেপ্তার করা হলেও বিভিন্ন রাজনৈতি এনএসআইয়ের কর্মকর্তা ও পুলিশ পরিচয় ব্যবহার করে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের বোকা বানিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় রোববার তাদের বিরুদ্ধে মাদক ও প্রতারনার অভিযোগে পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন। এছাড়া রোববার পুলিশ তাদের দুই মামলায় ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি ... অতি শীঘ্রই যোগদান করতে যাচ্ছেন ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।
ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি ...
অতি শীঘ্রই যোগদান করতে যাচ্ছেন
ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।
সততা, দক্ষতা ও সুনামের সাথে দীর্ঘদিন কাজ করে যাওয়া এই পুলিশ কর্মকর্তা ১৯৮৯ সালে ৮ম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স করেন। চাকরি জীবনের শুরুতে ডিএমপি, এপিবিএন, ব্রাহ্মণবাড়িয়া সার্কেল এএসপি, রায়গঞ্জ সার্কেল এএসপি-সিরাজগঞ্জ, হাজিগঞ্জ সার্কেল এএসপি-চাঁদপুর, অতিরিক্ত পুলিশ সুপার-চাঁদপুর, ডিএমপি, পুলিশ সুপার-নীলফামারী, ডিসি- ডিএমপি, এআইজি(গোপনীয়)-পুঃহেঃ কোঃ, এআইজি(সংস্থাপন)-পুঃহেঃ কোঃ, অতিঃ ডিআইজি- ঢাকা রেঞ্জ, ডিআইজি(অপারেসন্স)-পুঃহেঃ কোঃ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বসনিয়া হার্জেগোভিনা, লাইবেরিয়া ও দারফুর শান্তি রক্ষা মিশনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন ও শান্তিরক্ষা পদকে ভূষিত হন। প্রশিক্ষণের উদ্দেশ্যে তিনি আমেরিকা, ইউরোপসহ অনেক দেশ ভ্রমণ করেন।
মাঠ পর্যায় থেকে দীর্ঘদিন ধরে জনমুখি পুলিশিং কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এমন প্রত্যয় নিয়ে সততার সাথে কাজ করেছেন।
তিনি সুনামগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। সততা, দক্ষতা ও সুনামের সাথে কাজ করা এবং বাংলাদেশ পুলিশে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রপতি পুলিশ পদকে(ppm) ভূষিত হন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত ও তিন সন্তানের জনক।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর প্রাচীন ঐতিহ্যের সূতিকাগার হিসেবে বৃহত্তর ময়মনসিংহ(১৭৮৭) এর ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইল ও কিশোরগঞ্জকে বাদ দিয়ে (প্রায় ১০৬০০ বর্গকিমি নিয়ে) গঠিত হল ময়মনসিংহ রেঞ্জ। এই রেঞ্জের প্রথম ডিআইজি হিসেবে সৎ, নিষ্ঠাবান ও দক্ষ কর্মকর্তা জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম সোয়াকোটি ময়মনসিংহবাসীর জন্য সৌভাগ্য ও প্রত্যাশার দ্যূত হবে-ইনশা আল্লাহ। ডিআইজি স্যারের জন্য সবাই দোয়া করবেন । ধন্যবাদ।
সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা
সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা
নিউজ ডেস্কট ঃওবাইদুল খান
সম্প্রতি নানা অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে ঢাকা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। একইসাথে সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে তাকে কেন বহিষ্কার করা হবে না- এ ব্যাপারে আগামী ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাইদুর রহমান দৈনিক ফুলকিকে নিশ্চিত করে বলেন, আমি শুনেছি কেন্দ্রীয় নির্দেশে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করতে বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটি ঢাকা জেলা ছাত্রলীগকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা জন্য বলেছেন। তবে বিষটি জেলা ছাত্রলীগ দেখবে বলে তিনি জানিয়েছে। এ ব্যাপারে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি একরামুল নবী ইমু দৈনিক ফুলকিকে বলেন, সম্প্রতি সাভারে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্তৃক ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের এসআই জিল্লুর রহমানের উপর হামলা ও মারধর করার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের নির্দেশে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সেই সাথে অভিযুক্তদেরকে আগামী ৩ দিনের মধ্যে তার বিরুদ্ধে আনিত সকল
অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। তিনি আরও জানান, আতিকের জবাব পাওয়ার পরই দ্রুত সাভার উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে।
Tuesday, March 1, 2016
আমি কী সত্যিই তাকে চাই?
আমি কী সত্যিই তাকে চাই? এ এক স্বপ্নময় অনুভূতি ছিল পূর্বাচলের অধিবাসী- রাজপথিকের । বিরান মরু অঞ্চলে প্লাবিত হলো মধুময় আবেশ, গভীর অনুরাগে হেলে পড়া রোদ্দুরে , কী মায়া ছিল তার । আর্যতেজে প্রকৃতির শ্রেষ্ঠ প্রকাশ রাজপথিক - তারই সব প্রেম সেই মায়া'কে ঘিরে ।
মায়া'র মধুর ঐশ্বর্যের মঙ্গলধ্বনি.. রাজপথিক তুম্বী বীণায় সর্বমানব ও সর্বকালের প্রেমকে অতি তুচ্ছ বিবেচনায় - পরমরূপে পরস্পরকে পরিত্যাগের বাসনায় নিমজ্জিত হলো । প্রবৃত্তির বালখিল্যতায় উভয়েই উভয়কে যতই দূরে নিতে থাকে ,ততই অতি আপন হয়ে ওঠার বাসনা তীব্রতর হয়ে ওঠে ।
তবু রাজপথিক তুমি বলো, এ কোন মায়া!!!