এই পৃথিবীর অনেক মনিষী বলেছেন সময়ের সিধান্ত সময়েই নিতে হয়। আর এই বাক্যটি চরম সত্য। কেননা সময়ের কাজ সময়ে না করলে যেমন সফলতা আসেনা ঠিক তেমনি সময়ের সিধান্ত সময়ে নিতে না পারলে পরে আফসোস করতে হয়, তখন আর কিছুই করার থাকেনা। এখন সময় এসেছে আমার আপনার সূচিন্তিত মতামতের ভিত্তিতে যার যার এলাকার বর্তমান সরকারের উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে একজন সূশীল, সৎ, বিশস্ত, এবং মানবতার কল্যাণে যে কাজ করবে তাকে এলাকার বা স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন করা। সময় বেশী নেই তাই এখনই আপনার বিবেককে জাগ্রত করতে হবে, সিধান্ত নিতে হবে, আর এই এই সিধান্ত আমরা আশা করি আমাদের আবুল কালাম শামসুদ্দিন মিন্টু ভাই পক্ষেই নিবেন। কেন নিবেন ? একটু ভাবুন,কারন অন্যন্য ইউনিয়নে যেখানে বিরোধী পক্ষ প্রচারনাই চালাতে হিমশিম খাচ্ছে সেখানে আমাদের রোয়াইল ইউনিয়নে মিন্টু ভাই সরকার দলীয় সমর্থিত প্রাথী থাকা অবস্থায় বিরোধী পক্ষ বা অন্যন্য প্রাথী সাবলিল ভাবে তাদের প্রচারনা চালিয়ে যাচ্ছেন, কোন রকম বাধা বিপত্তি নেই, কোন রকম ভয়ভীতি নেই, নেই কোন সরকার দলীয় প্রভাব। এতেই প্রমান হয় মিন্টু ভাইয়ের মনোভাব কেমন, তিনি মানুষের রায়ে নির্বাচিত প্রতিনিধি হতে চাচ্ছেন, তিনি মানুষের বিশাসের প্রতিদান দেওয়ার জন্য প্রতিনিধি হতে চাচ্ছেন। তাই আসুন মিন্টু ভাইয়ের পাশে থাকি, তাকে পথ চলতে সহায়তা করি, তার তরুণ মানসিকতাকে কাজে লাগাই।
No comments:
Post a Comment