FB LIke Bottom

Monday, February 1, 2016

শহীদের সংখ্যা কমালে যেখানে শুধুইমাত্র পাকিস্তানের লাভ এবং বাংলাদেশের ক্ষতি সেখানে বাংলাদেশরই রাজনৈতিক দল বিএনপি এবং তাদের নেতারা হঠাৎ করে কেন আমাদের অমর বীর শহীদদের সংখ্যা কমিয়ে ফেলতে উন্মাদ হয়ে গিয়েছে?

কারন কি?
জিয়াউর রহমান সবসময় ৩০ লাখ শহীদের কথা বলে গিয়েছেন,এমনকি খালেদা জিয়া ক্ষমতায় থাকতে বা বিরোধী দলে থাকতেও বহু বহুবার ৩০ লক্ষ শহীদের কথায় মেনে এসেছে এবং বলে এসেছে।
শহীদের সংখ্যা কমালে যেখানে শুধুইমাত্র পাকিস্তানের লাভ এবং বাংলাদেশের ক্ষতি সেখানে বাংলাদেশরই রাজনৈতিক দল বিএনপি এবং তাদের নেতারা হঠাৎ করে কেন আমাদের অমর বীর শহীদদের সংখ্যা কমিয়ে ফেলতে উন্মাদ হয়ে গিয়েছে?
নিচের আলোচনার মাধ্যমে আমি এই প্রশ্নের উত্তর বিশ্লেষন করতে চেষ্টা করবো,তার আগে আমি বিএনপি নেতাদের এবং বিএনপি সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি।এই ধন্যবাদের কারনও নিচের আলোচনাতে উঠে আসবে।
* পাকিস্তানের সুপ্রীমকোর্টে আজগর খানের দায়ের করা মামলায় দেশটির সাবেক সেনাপ্রধান আসলাম বেগ২০১২ সালের ২ মার্চ হলফনামা দিয়ে জানিয়েছেন, পাকিস্তানী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্স (আইএসআই) ২১ বছর আগে(১৯৯১সালে) বিএনপির নির্বাচনী তহবিলে ৫ কোটি রুপী দিয়েছে।খবরটি দুবাইয়ের শক্ত সংবাদ মাধ্যম খালিজ টাইমসে তথ্যসহ প্রকাশিত হয়।
*তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের জুন মাসে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পাকিস্তানের কাছ থেকে বিএনপির ১শ’ কোটি টাকা নেয়ার কথা জানান। তিনি জানান, বিএনপি জন্য কুয়েত ও সৌদি আরবের কাছ থেকে আরো ২শ’ কোটি টাকা এনে দেয় পাকিস্তান,অর্থাৎ বিএনপিকে পাকিস্তান মোট ৩০০ কোটি টাকা দেয়। ২০০৭ সালের ডেইলি স্টার পত্রিকায় তথ্যটি প্রকাশিত হয়।
* ৭ই' জুন ২০০৭,বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর স্বীকার করেন মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে বিগত ১০ বছর যাবত,এবং তাদের মাঝে বেশ কয়েকবার গোপন বৈঠকও হয়েছে।এমনকি বাবরের সাথেও দাউদ ইব্রাহিমের ভালো সম্পর্ক রয়েছে অস্ত্র হেরোইন ব্যবসার সুত্র ধরে। এই প্রতিবেদনটি তখন ইত্তেফাকসহ অনেক পত্রিকায় আসে।
*লন্ডন থেকে ঢাকা, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন জায়গায় করা তারেকের যাবতীয় ফোন কলের রেকর্ডের সুত্র ধরে সমস্ত নাম্বার যাচায় বাছায় করে ভারতে গোয়েন্দারা নিশ্চিত হয়েছে,পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসএস এর মাধ্যমে আমাদের উপমহাদেশের শীর্ষ ভয়ংকর জঙ্গি সংগঠনগুলোর সাথে তারেক রহমানের নিয়মিত যোগাযোগ রয়েছে।ভারতীয় গোয়েন্দাস সংস্থা নিশ্চিত তথ্যবহুল প্রতিবেদনটি সম্পন্ন করে ১৬/২/২০১৩ তারিখে তৎকালিন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর হাতে তুলে দেন।তারপর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেন।প্রতিবেদনটি তখন কলকাতার আনন্দবাজারসহ এদেশে প্রায় সব সংবাদ মাধ্যমে আসে।
এগুলি হলো প্রকাশিত তথ্য,তার মানে এবার বুঝুন গোপন অবস্থা আরো কতটা ভয়াবহ!
এবার আসুন সহজ হিসাবে,পাকিস্তান বিএনপিকে এমন অঢেল অর্থ সাহায্য জঙ্গি সাহায্যসহ সবকিছু করছে এমনি এমনি? না অবশ্যই না।তারা বিএনপির কাছ থেকে এর কয়েকগুণ বেশি ফিরে পেতেই এভাবে সাহায্য করছে।বিশেষ করে বিএনপিকে এদেশের ক্ষমতায় এনে এদেশের স্বাধীনতা চেতনা জর্জরতি করতে, ভারত বিরোধী ভয়ংকর তৎপরতা চালাতেই পাকিস্তান বিএনপিকে জন্ম দিয়েছিল,এবং জন্ম থেকে আজ পর্যন্ত তাদের ইচ্ছেমতোই বিএনপিকে পরিচালনা করছে তা আজ তথ্যসহ প্রমানিত।
কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশ সরকারের যুদ্ধাপরাধী বিচারের সফলতা দেখে পাকিস্তান সরকার প্রচন্ডভাবে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।বহুদিন থেকে সারা বিশ্বে এ সত্য প্রকাশিত হয়েছে যে, এশিয়া আরব ভিত্তিক যে সকল জঙ্গি আজ বিশ্বময় নরক সৃষ্টি করে চলেছে সেইসকল জঙ্গিদের প্রধান সৃষ্টিকর্তা জঙ্গিরাষ্ট্র পাকিস্তান। এখন পাকিস্তানের প্রধান রপ্তানী পণ্যের নাম এখন 'জঙ্গি',এবং বিশ্ব জুড়ে ঠিক এই চাপে আছে পাকিস্তান।তারপর বাংলাদেশ থেকে দাবী উঠতে শুরু করেছে ৭১ এর পাকিস্তানের সেই ১৯৫ জন যুদ্ধাপরাধী বিচার করার,পাকিস্তানের ক্ষমা চাওয়ার,পাকিস্তানের ক্ষতিপুরন দেয়া বাংলাদেশের।এখন আমাদের এই যৌক্তিক দাবীগুলির সাথে যদি বিশ্বশক্তি সমর্থন প্রদান করে তাহলে রাষ্ট্রগত পাকিস্তানের ধ্বংসের কফিনে শেষ পেরেক পোতা হবে।
ঠিক এই কারনে এই বিষয়গুলিকে বিতর্কিত এবং হালকা করতে পাকিস্তান এখন তুমুল চাপ প্রয়োগ করছে বিএনপিকে।এবং বিএনপি তা করতে বাধ্য,কারন বিএনপির গোটা অস্তিত্ব পাকিস্তানের উপর নির্ভরশীল।ধরুন, এখন পাকিস্তানের নির্দেশ অমান্য করবে বিএনপি,ঠিক তার কিছু মুহুর্তের মধ্যে তারেক রহমানের লাশ ফেলে দেবে জঙ্গিরা বা মাফিয়া এজেন্ট থেকে,এবং বিএনপির জন্ম পাকিস্তানের হাতে পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্য সেটা খোদ পাকিস্তান থেকেই প্রকাশ করা হবে তখন।এটাই চরম বাস্তবতা।
বিএনপি নেতাদের এত দেশবিরোধী অপতৎপরতার পরেও এদেশের একজন বিএনপি সমর্থক এগুলির প্রতিবাদ করলোনা।আর এটাই প্রমান করে যে,আপনাকে বিএনপির নেতা বা সমর্থক হতে হলে অবশ্যই প্রথমে আপনাকে দেশবিরোধী হতে হবে এবং এটাই মূল যোগ্যতা।বিএনপির কেউ আমার এই কথার প্রতিবাদ করার আগে আপনি আপন

No comments:

Post a Comment